পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কালনায় - কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হল রোগীর ৷ এমনই অভিযোগ উঠল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর ।

মৃত রোগী

By

Published : Oct 13, 2019, 11:05 PM IST

কালনা, 13 অক্টোবর : যন্ত্রণায় কাতর রোগী । তবুও হেলদোল নেই চিকিৎসকের ৷ হাসপাতালের ঘরে বসে TV দেখতে ব্যস্ত চিকিৎসক । আসেননি রোগীকে দেখতে ৷ গাফিলতিতে মৃত্যু হল রোগীর ৷ এমনই অভিযোগ উঠল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর । নাম কিশোর দাস (34) ।

জ্বর ও বমির কারণে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির আমোদপুরের বাসিন্দা কিশোর । আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কিশোরের । নার্সদের কাছে গেলে তাঁরা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন । সেইমতো জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যায় রোগীর পরিবার । অভিযোগ, বার বার ওই চিকিৎসককে ডাকলেও রোগী দেখতে আসেননি তিনি । বরং, নিজের ঘরে বসে TV দেখছিলেন ।

রোগীর আত্মীয় কৃষ্ণ মণ্ডল বলেন, "জরুরি বিভাগের চিকিৎসক ঘরে বসে টিভি দেখছিলেন । অনুরোধ করলেও আসেননি । পরে যখন উনি এলেন, ততক্ষণে রোগী মারা গেছে ।" রোগী মৃত্যুর এই খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ বিষয়ে হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, "রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির খবর শুনেছি । কিন্তু রোগীর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । এই ঘটনায় চিকিৎসকের কোনও গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখব । "

ABOUT THE AUTHOR

...view details