পূর্বস্থলী, 18 জুলাই : রাতের অন্ধকারে দেহ সৎকার করা হচ্ছিল । আজই ওই আধপোড়া দেহ নজরে আসে এলাকার মানুষের । গ্রামবাসীর সন্দেহ, কোরোনা আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হওয়ায় কালনার পূর্বস্থলীর ভাগীরথী নদীর পাড়ে সেই দেহ পোড়ানো হচ্ছিল রাতের অন্ধকারে । এরপরই স্থানীয়দের মধ্যে জমা হতে শুরু করে চাপা ক্ষোভ । শনিবার সন্ধে নাগাদ ফের ওই এলাকায় পুলিশ গেলে গ্রামবাসীর সন্দেহ আরও বেড়ে যায় । সন্ধেয় পুলিশকে ঘিরে আবারও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা ।
পূর্বস্থলীর কমলনগরে ভাগীরথীর নদীর জল গ্রামবাসী স্নানের জন্য ব্যবহার করে । এছাড়া পাশেই রয়েছে পানীয় জলের প্রকল্প । আছে ফেরিঘাটও । ওই পথে অসংখ্য মানুষ যাতায়াত করে । যে জল প্রকল্প আছে সেই জলের উপরই আশপাশের মানুষ নির্ভরশীল । এই পরিস্থিতিতে গ্রামবাসীর সন্দেহ, রাতের অন্ধকারে সেখানে মড়া পোড়ানো হচ্ছে । তাঁদের প্রশ্ন, রাতের অন্ধকারে কেন কাউকে না জানিয়ে মড়া পোড়ানো হল? আর কেনই বা সেই আধপোড়া দেহ ফেলে যাওয়া হল সেই প্রশ্নও তুলেছে তারা । এর জেরেই স্থানীয়দের সন্দেহ জাগে, কোরোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া কাউকে পোড়ানো হয়নি তো ? এদিন সন্ধেয় পুলিশ এলে গ্রামবাসী এইসব অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ।