কালনা, 4 মে : পেট্রল পাম্পে কাজ করার সময় স্ত্রী'কে পিছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Allegation of Attempt to Murder against husband in Kalna)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার পান্ডুয়া মোড় এলাকায় । আহত মহিলার নাম পূর্ণিমা চট্টোপাধ্যায় ৷
পূর্ণিমা চট্টোপাধ্যায়কে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানে তাঁর মাথায় কয়েকটা সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই স্থানীয়রা তাঁর স্বামীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমার স্বামী সমীর চট্টোপাধ্যায় প্রায় দিন মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীর উপর অত্যাচার করত । স্বামীর অত্যাচার সহ্য করতে না-পেরে মাঝে মাঝে পূর্ণিমা তাঁর বাপের বাড়িতে চলে যেত । দিন কয়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি আরও বাড়তে থাকায় পূর্ণিমা তাঁর বোনের বাড়ি চলে যায় । সেখানে একটা পেট্রোল পাম্পে তিনি কাজ করতে ঢোকে । এদিন তিনি যখন পেট্রল পাম্পে কাজ করছিল সেই সময় তাঁর স্বামী সমীর চট্টোপাধ্যায় পিছন দিক থেকে তাঁর মাথায় হাতুড়ির দিয়ে আঘাত করে । রক্তাক্ত অবস্থায় পূর্ণিমা সেখানে লুটিয়ে পড়ে । পাম্পে থাকা অন্যান্য কর্মীরা তাঁর স্বামীকে ধরে বেধড়ক মারধর করে, এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।