বর্ধমান, 3 সেপ্টেম্বর: সিপিএমের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । শাসকদলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে (Allegation of Attack on CPM Office Against TMC) ।
সিপিএমের দাবি, বর্ধমান শহরের নীলপুর এলাকায় 2 নং এরিয়ায় তাদের কার্যালয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । পার্টি অফিসের বাইরে থাকা শহিদ বেদীতে ভাঙচুর চালানোর পাশাপাশি তালা ভেঙে অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । গত বুধবার রাতেও হটুদেওয়ান এলাকার একটা সিপিএমের পার্টি অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে । গোলমালের সূত্রপাত বুধবার । বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে বামেদের আইন অমান্য আন্দোলনকে ঘিরে পুলিশ ও সিপিএমের ঝামেলায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি । এরপর আরও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ।