পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Alleges Cattle Smuggling: জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, পাচারের অভিযোগ - বর্ধমানের খবর

বর্ধমানে জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)৷ পুলিশের মদতে পাচার (Agnimitra Alleges Cattle Smuggling) করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি ৷

ETV Bharat
গরুর সঙ্গে অগ্নিমিত্রার ছবি

By

Published : Dec 20, 2022, 4:51 PM IST

Updated : Dec 20, 2022, 6:50 PM IST

জাতীয় সড়কে গরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা

বর্ধমান, 20 ডিসেম্বর:জাতীয় সড়ক দিয়ে কলকাতা ফেরার পথে বর্ধমানের (Burdwan News) বেচারহাট এলাকায় গরু বোঝাই একটি ট্রাক আটকে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এরপর তিনি বিজেপির কার্যকর্তা এবং পুলিশকে ফোন করেন । বিজেপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভ শুরু হয় । পুলিশকে টাকা খাইয়ে গরু পাচার (Agnimitra Alleges Cattle Smuggling) করা হচ্ছিল বলে অভিযোগ করে বিজেপি ৷

মঙ্গলবার ঘটে এই ঘটনা ৷ গাড়িটি আটকে গাড়ির চালককে অগ্নিমিত্রা পাল জিজ্ঞাসা করেন, "পুলিশকে কত টাকা দিয়েছো ?" ওই চালক জানান, বাঁকুড়া থানাকে 900 টাকা আর পুরুলিয়া থানায় 800 টাকা দিতে হয়েছে তাঁকে । কিন্তু সেই গরু তাঁকে কে দিয়েছে, সেই নাম গাড়ির চালক বলতে চাননি । বিধায়কের অভিযোগ, এইভাবেই পুলিশকে টাকা দিয়ে গরু পাচার চলছে । তৃণমূলের অভিযোগ, এই গরু পাচার হচ্ছে উত্তরপ্রদেশ ও বিহার থেকে । জানা গিয়েছে, গরু বোঝাই ট্রাকটি পুরুলিয়া থেকে বর্ধমানের কুসুমগ্রামে যাচ্ছিল ।

এ দিন অগ্নিমিত্রা পাল বলেন, "কলকাতা যাওয়ার পথে আমি দেখতে পাই গরু বোঝাই একটা গাড়ি আমায় ক্রস করছে । গরু গুলোকে বেঁধে যেমন তেমন করে নিয়ে যাওয়া হচ্ছে । গরুর গা থেকে রক্ত বেরোচ্ছে । এইভাবে গরু নিয়ে যাওয়া যায় না । গরুর পা গুলোকে মুড়ে দড়ি বাঁধা হয়েছে । গলায় কাঠের পাটা দিয়ে আটকানো আছে । কিন্তু গরু নিয়ে যাওয়ার কোনও কাগজপত্র নেই । গরু নিয়ে যাওয়ার জন্য যে পারমিট থাকা দরকার সেটা নেই চালকের কাছে । তখন আমি আমার কার্যকর্তাদের ডেকেছি ৷ পুলিশকে বারবার ফোন করেছি ৷ পুলিশ ফোন ধরেনি ৷ কিছুক্ষণ আগে পুলিশ এসেছে ৷ এইভাবে গরু পাচার করা হচ্ছে ।"

আরও পড়ুন:কেষ্টর রক্ষাকবচ ! 'তৃণমূল' কর্মীকে মারধরে 7 দিনের পুলিশি হেফাজত

তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, "এই গরুগুলি আসছে উত্তরপ্রদেশ ও বিহার থেকে । যখন ওই রাজ্যের সীমানা ক্রস করা হচ্ছে তখন সেখানকার পুলিশ এই ট্রাকগুলোকে ধরছে না । এরপর যখন বাংলা দিয়ে গাড়ি যাচ্ছে, তখন বলা হচ্ছে গরু পাচার হচ্ছে । বিজেপি রাজনীতি করার জন্য এ ধরনের কাজ করছে ।"

Last Updated : Dec 20, 2022, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details