বর্ধমান, 21 জুন: এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোনওদিনই সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। আজকে নবজোয়ারে যুবরাজকে নিরাপত্তা দেওয়ার জন্য দু'হাজার রাজ্য পুলিশ দেওয়া হয়েছে। আর সারা রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য 2 হাজার 200 সেন্ট্রাল ফোর্স। ছেলেখেলা হচ্ছে? আসলে রাজীবা সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রা-ম জুটি হয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষকে খুন করার খেলায় নেমেছে। বর্ধমানে জেলা বিজেপি কার্যালয়ে রাঢ়বঙ্গের দলীয় বৈঠকে যোগ দিতে এসে এইভাবেই শাসকদলকে একহাত নিলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
নির্বাচন কমিশন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীবা সিনহা। আমাদের বাংলায় খেলার অনেক জুটি ছিল। এখন নতুন একটা জুটি হয়েছে রাজীবা সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায় জুটি, রাম জুটি! গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন জুটি বাজারে নেমেছে। তারা মানুষকে খুন করার খেলায় নেমেছে। সন্ত্রাস করে মানুষকে ভয় দেখানোর খেলা এই খেলার বিরুদ্ধে বাংলার মানুষ নেমেছে।"