পূর্বস্থলী, 11মে : কোরোনা মোকাবিলার ক্ষেত্রে একাধিক দাবি নিয়ে পূর্বস্থলী 1 নম্বর ব্লক BDO অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলেন DYFI ও সারা ভারত কৃষক সভা । পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকে ডেপুটেশন দেওয়া হয় ৷
BDO অফিসে বিক্ষোভ DYFI-এর - COVID19
আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন DYFI ও সারা ভারত কৃষক সভার সদস্যরা ।
মদের দোকান বন্ধ রাখতে হবে ৷ বাইরে রাজ্যে আটকে পড়া জেলায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে হবে । পাশাপাশি প্রতিটি শ্রমিকের জনধন যোজনা মাধ্যমে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দিতে হবে । সেই সঙ্গে রেশন ব্যবস্থা দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত একাধিক দাবি নিয়ে আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন DYFI ও সারা ভারত কৃষক সভার সদস্যরা ।
পাশাপাশি কৃষক সভার তরফে একদিন 100 দিনের জব কার্ড হোল্ডারদের 10 হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কে অনুদান প্রদান অবশিষ্ট ফসলের অংশ ভর্তুকি দিয়ে রাজ্য সরকারকে কিনতে হবে এই দাবি নিয়ে BDO অফিসে ডেপুটেশন দেয় তারা ৷