কেতুগ্রাম, 28 এপ্রিল: শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি হয়েছিলেন ব্লক হাসপাতালে । সেখানে চিকিৎসার গাফিলতিতে ওই রোগীর মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালো রোগীর পরিবারের লোকজনেরা । বুধবারের এই ঘটনায় পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক হাসপাতলে ব্যাপক উত্তেজনা ছড়ায় । পুলিশ 2 জনকে আটক করেছে ।
জানা যায়, কেতুগ্রামের বেঙুটিপাড়ার বাসিন্দা চয়ন শেখকে শ্বাসকষ্টজনিত কারণে বুধবার দুপুর নাগাদ কেতুগ্রাম ব্লক হাসপাতলে ভর্তি করা হয় । কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানকার চিকিৎসকেরা । হাসপাতালের তরফে জানানো হয়, ওই রোগীর করোনা উপসর্গ থাকায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য 102 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় রোগীর বাড়ির লোকজন অন্য একটা গাড়ির ব্যবস্থা করেছিলেন ৷