বর্ধমান, 25 এপ্রিল : একদিনে চারশোর বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন । শনিবার জেলায় 448 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন । এদিন ফের আক্রান্ত হলেন 441 জন । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 16 হাজার 159 জন । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 হাজার 337 জন । সুস্থ হয়েছেন 12 হাজার 634জন ।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত হয়ে 188 জনের মৃত্যু হয়েছে । আক্রান্ত 441 জনের মধ্যে আউশগ্রাম এক নম্বর ব্লকে 1 জন, আউশগ্রাম দু'নম্বর ব্লকে 2 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 152 জন, ভাতার ব্লকে 39 জন , বর্ধমান এক নম্বর ব্লকে 22 জন, বর্ধমান দু'নম্বর ব্লকে 19জন, দাইহাট পৌরসভা এলাকায় 5 জন, গলসি এক নম্বর ব্লকে 30 জন, গলসি দু'নম্বর ব্লকে 5 জন, জামালপুর ব্লকে 15 জন, কালনা পৌরসভা এলাকায় 6 জন, কালনা এক নম্বর ব্লকে 4 জন, কালনা এক নম্বর ব্লকে 4 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 6 জন, কাটোয়া এক নম্বর ব্লকে 5 জন, কাটোয়া দু'নম্বর ব্লকে 5 জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে 3 জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে 3 জন, খন্ডঘোষ ব্লকে 3 জন, মন্তেশ্বর ব্লকে 13 জন , মেমারি পৌরসভা এলাকায় 6 জন, মেমারি এক নম্বর ব্লকে 12 জন, মেমারি দু'নম্বর ব্লকে 1 জন, মঙ্গলকোট ব্লকে 14 জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে 3 জন,পূর্বস্থলী দু'নম্বর ব্লকে 4 জন , রায়না এক নম্বর ব্লকে 12 জন , রায়না দু'নম্বর ব্লকে 1 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 16জন আক্রান্ত হয়েছেন ।