বর্ধমান, 19 মার্চ :ভিন রাজ্য থেকে ফিরে জেলা পরিষদের কাজে যোগ দেওয়ায় এক কর্মীকে 14 দিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ । বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে কর্মীদের সচেতন করতে মাস্ক বিলি করা হয়।
ভিনরাজ্য থেকে কাজে যোগ ,ছুটিতে পাঠাল জেলাপরিষদ - zilla parisad
কোরোনা আতঙ্কের জেরে অন্য রাজ্য থেকে ফেরা এক কর্মীকে 14 দিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ ।
যাঁরা জেলা পরিষদে আসছেন, তাঁদের জন্য গেটে ঢোকার মুখে স্যানিটাইজ়ার রাখা হয়েছে । কোরোনা-আতঙ্ক কাটাতেই জেলাজুড়ে সচেতনতা শিবিরের আয়োজন করেছে জেলা পরিষদ । একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে লিফলেট বিলি করা হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, কালনা ও কাটোয়া মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রয়েছে । জেলা পরিষদের তরফে 200 টি মাস্কও নিলি করা হয়েছে ।
এই বিষয়ে জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, "200টি মাস্ক বিলি করা হয়েছে । এছাড়া কর্মীদের সচেতন করার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে ৷" পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন , "জেলা পরিষদের কর্মীদের হাতে মাস্ক গুলি তুলে দেওয়া হয়েছে । যিনি ভিন রাজ্য থেকে ফিরেছেন, তিনি কাউকে কিছু না জানিয়েই কাজে যোগ দিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । আপাতত তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে ।"