পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলার উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত সতিনের পরিবার - Ketugram police station

মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল শওহরের দ্বিতীয় পক্ষের বিবির পরিবারের বিরুদ্ধে ৷

অভিযুক্ত ব্যক্তি

By

Published : Aug 16, 2019, 2:19 PM IST

কেতুগ্রাম , 16 অগাস্ট : এক মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তাঁর সতিনের পরিবারের বিরুদ্ধে ৷ হামলায় দগ্ধ হয়েছেন ওই মহিলার দশ বছরের ছেলেও ৷ ঘটনাটি কেতুগ্রামের কাঁদরা গ্রামের ৷ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর : পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-র

স্থানীয় ও পরিবার সূত্রে খবর , প্রায় বছর পনেরো আগে কাঁদরা গ্রামের বাসিন্দা নয়ন শেখের সঙ্গে নিকাহ হয় আক্রান্ত মহিলার ৷ তাঁদের দুটি পুত্রসন্তানও রয়েছে ৷ এরপর আট মাস আগে কাঁদরা গ্রামে দ্বিতীয়বার নিকাহ করেন নয়ন ৷ কিন্তু তাঁর এই নিকাহ মেনে নেয়নি পরিবার ও প্রথম পক্ষের বিবি ৷ তাঁদের আপত্তিতেই নয়নের দ্বিতীয় বিবি মমিমার শ্বশুরবাড়িতে থাকা হয়নি ৷ তিনি তাঁর বাপের বাড়িতেই থাকতেন ৷ যার কারণে মমিমার বাপের বাড়ির লোকজন নয়নের প্রথম পক্ষের বিবিকে প্রায়ই হুমকি দিত বলে অভিযোগ ৷ আক্রান্ত মহিলার অভিযোগ, রাতে তিনি তাঁর ছেলে জাহিরুল শেখকে নিয়ে ঘুমিয়েছিলেন ৷ প্রায় সাড়ে দশটা নাগাদ জানালা দিয়ে কেউ তাঁদের লক্ষ্য করে কার্বলিক অ্যাসিড ছোড়ে । অ্যাসিডের যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যায় । এরপরই জানালার কাছে গিয়ে তিনি দেখতে পান নুরসদ শেখ, চয়ন শেখ ও সাবির শেখ ছুটে পালিয়ে যাচ্ছে ৷

রাতেই ওই মহিলা তিনজনের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, তৃতীয় অভিযুক্ত সাবির শেখ পলাতক । তাঁর সন্ধান চালানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details