পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: আদিবাসীদের বিক্ষোভ শুনে গাড়ি থেকে নামলেন অভিষেক, দাবি শুনে করলেন আশ্বস্ত - আদিবাসীদের বিক্ষোভ

নদিয়া যাওয়ার পথে আদিবাসীদের বিক্ষোভ দেখে গাড়ি থেকে নেমে পড়লেন অভিষেক ৷ রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন তাঁদের সঙ্গে। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের চেষ্টার।

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 8, 2023, 8:12 PM IST

আদিবাসীদের বিক্ষোভ শুনে গাড়ি থেকে নামলেন অভিষেক

কালনা, 8 জুন: নব জোয়ার কর্মসূচিতে নদিয়া যাওয়ার পথে কালনার ধাত্রীগ্রাম মোড়ে আদিবাসীদের আন্দোলন দেখে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে আদিবাসীদের সঙ্গে কথাও বলেন অভিষেক। পরে তিনি নদিয়ার কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন ৷ তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে কথা বলে খুশি আদিবাসীরা।

বৃহস্পতিবার 26টি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রাজ্যজুড়ে 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই বনধকে সফল করতে পথে নামেন আদিবাসীরা। এদিন জেলার বিভিন্ন অংশের মতো কালনার ধাত্রীগ্রামেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলে রাস্তা অবরোধ। ওই পথ দিয়ে তখন নদিয়ার কৃষ্ণনগর যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই রাস্তায় আদিবাসীদের অবরোধ চলছে শোনার পরে তিনি গাড়ি থেকে নেমে যান। এরপর আদিবাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে বৈদ্যনাথ হেমব্রম বলেন, "আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়ে খুব খুশি। কুড়মি সমাজ অন্যায়ভাবে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে। এটা নিয়ে তারা বারবার সরকারের সঙ্গে আলোচনা করছে। আমরা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিয়ে জানিয়েছি, কুড়মিরা যাতে অন্যায়ভাবে এসটি তালিকায় অন্তর্ভুক্ত না-হতে পারে সেই বিষয়টি দেখার জন্য। রিপোর্ট যাতে পরিবর্তিত না-হয় সেটা দেখতে বলেছি।"

আরও পড়ুন:কুড়মিদের দাবির প্রতিবাদে বাংলা বনধ পালিত আদিবাসীদের, অবরোধ জেলায় জেলায়

তিনি আরও বলেন, "উনি আশ্বাস দিয়ে বলেছেন, আমাদের দাবি নিয়ে সরকার সহানুভূতিশীল। তিনি একজন জননেতা। আদিবাসীরা মানুষকে বিশ্বাস করতে জানে তাই তিনি আমাদের আশ্বস্ত করেছেন ৷ আমরা এতে আশার আলো দেখছি।" উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রাকে ঘিরে হুগলি জেলায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে গত দু'দিন ধরেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ধনেখালি থেকে বলাগড় পর্যন্ত দীর্ঘ পথে উপচে পড়েছিল মানুষের ভিড়।

ABOUT THE AUTHOR

...view details