বর্ধমান, 3 নভেম্বর: চাকরি পাইয়ে দেবেন, বিনিময়ে তরুণীকে তাঁর শয্যাসঙ্গী হতে হবে ৷ দাঁইহাটের পৌরপ্রধান শিশির কুমার মণ্ডলের (Sisir Kumar Mondal) বিরুদ্ধে ওঠা অভিযোগে সম্প্রতি অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল ৷ শুধু অভিযোগ ওঠাই নয়, অভিযোগের সপক্ষে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সব দেখেশুনে ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিলেন দাঁইহাটের পুরপ্রধানকে (Abhishek Banerjee directs to the chairman of Dainhat municipality) ৷
বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ ৷ তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশির মণ্ডলকে পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছেন তিনি ৷ পরে অডিয়ো ক্লিপ মিথ্যা প্রমাণিত হলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindra Nath Chatterjee) ৷