নেতাজি বলেছিলেন রক্ত দাও, মমতা বলছেন ৪২-এ ৪২ দাও : অভিষেক - netaji subhash chandra bose
"নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
![নেতাজি বলেছিলেন রক্ত দাও, মমতা বলছেন ৪২-এ ৪২ দাও : অভিষেক](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3062729-thumbnail-3x2-abhishek.jpg)
কাটোয়া, 21 এপ্রিল : "নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । কাটোয়ার গোবিন্দবাগান মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীলকুমার মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন অভিষেক । তিনি বলেন, "নেতাজি ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি । আর মমতা বন্দ্যোপাধ্যায়ও CPI(M)-এর কাছে আত্মসমর্পণ করেননি ।"