পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি বলেছিলেন রক্ত দাও, মমতা বলছেন ৪২-এ ৪২ দাও : অভিষেক - netaji subhash chandra bose

"নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 21, 2019, 8:49 AM IST

Updated : Apr 21, 2019, 9:51 AM IST

কাটোয়া, 21 এপ্রিল : "নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । কাটোয়ার গোবিন্দবাগান মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীলকুমার মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন অভিষেক । তিনি বলেন, "নেতাজি ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি । আর মমতা বন্দ্যোপাধ্যায়ও CPI(M)-এর কাছে আত্মসমর্পণ করেননি ।"

শুনুন অভিষেকের বক্তব্য
পাশাপাশি প্রথম দুই দফার ভোট প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ইতিমধ্যে দু’দফার ভোটে তৃণমূল ৫-০ এগিয়ে গেছে । এখন লড়াইটা ৩৭-এ ৩৭ ।" তিনি আরও বলেন, "প্রথম দফায় কোমর ভেঙেছি । দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি । তৃতীয় দফায় পা ভাঙব । চতুর্থ দফায় মাজা ভাঙব । তারপর কনুই ভাঙব । আর ২৩ মে বল হরি হরি বোল । BJP-কে খাটে তোল বলে এদের পরলোকগমন প্রক্রিয়াটাও বাংলার মানুষ করে দেবে ।"অভিষেক বলেন, "বর্ধমানে এমন কোনও মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও প্রকল্পে উপকৃত হয়েছেন । কিন্তু আপনি বুথে বুথে যান । কন্যাশ্রীর টাকা সবাই পেয়ে গেছে । সবুজসাথী পেয়ে গেছে । রূপশ্রী পেয়ে গেছে । যুবশ্রী পেয়ে গেছে । মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী আজকে বিশ্ববন্দিত হয়েছে ।"
Last Updated : Apr 21, 2019, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details