পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

120 কিমি সাইকেল চালিয়ে কাজে যোগ কর্মীর - সালার

প্রায় 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কালনা SBSTC বাস স্ট্যান্ডের পৌছলেন সালারের মাতোয়র বাসিন্দা জ্যোতির্ময় ঘোষ। কালনার বাস ডিপোতে এক বেসরকারি সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডের চাকরি করেন তিনি ।

kalna cyclin
কর্মী

By

Published : Apr 18, 2020, 11:29 PM IST

বর্ধমান, 18 এপ্রিল : লকডাউন জেরে বাড়িতে আটকে পড়েছিলেন তিনি। বাড়ি থেকে ফিরতে পারছিলেন না কাজের জায়গায়। তাই প্রায় 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কালনা SBSTC বাস স্ট্যান্ডের পৌছলেন সালারের মাতোয়র বাসিন্দা জ্যোতির্ময় ঘোষ। কালনার বাস ডিপোতে এক বেসরকারি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর চাকরি করেন তিনি ।


জ্যোতির্ময় বাবু লকডাউন শুরু হওয়ার আগের দিন বাড়িতে গিয়ে বাড়িতেই আটকে পড়েছিলেন । লকডাউন দীর্ঘস্থায়ী হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন সাইকেলে করে গিয়ে যোগ দেবেন কাজে। সেই মতো আজ ভোর পাঁচটা নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সালার থেকে কাটোয়া । আর তারপর কাটোয়া থেকে নবদ্বীপ হয়ে হেমাতপুর মোর হয়ে কালনা।

লকডাউন চলাতে রাস্তায় কোনও খাবারের দোকান খোলা না পাওয়ায় একটু অসুবিধার ভিতর পড়তে হয় । রাস্তায় চারবার দাঁড়িয়ে বাড়ি থেকে আনা মুড়ি খান । জ্যোতির্ময় বাবু আজ সন্ধ্যে 6টা নাগাদ কালনা বাস ডিপো এসে পৌঁছান। তাঁর এভাবে কাজে যোগ দেওয়ার ঘটনায় সবাই অবাক । এত পরিশ্রম করে কাজে যোগ দেওয়ায় অফিসের সবাই প্রশংসা করেন তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details