মন্তেশ্বর (পূর্ব বর্ধমান), 5 অক্টোবর : মন্তেশ্বরে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ সোমবার ওই মহিলাকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ ৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ৷
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা নাগাদ নির্যাতিতা ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে রাইগ্রামে বাজার করতে গিয়েছিলেন ৷ বাজারে গিয়ে দেরি হয়ে যাওয়ায় তিনি একাই বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ এ দিকে রাতে ওই মহিলার স্বামী বাড়ি ফিরে দেখেন, তাঁর স্ত্রী বাড়ি ফেরেননি ৷ এর পর স্ত্রী’র খোঁজে বেরিয়ে পড়েন তিনি ৷ খুঁজতে বেরিয়ে মাঝ রাস্তায় এক মহিলার চিৎকার শুনতে পান তিনি ৷ এগিয়ে গিয়ে দেখেন তাঁর স্ত্রী পড়ে আছেন ৷ তাঁকে সেই অবস্থায় দেখে উদ্ধার করতে গেলে অভিযুক্ত দুষ্কৃতীরা ওই ব্যক্তিকেও মারধর করে বলে অভিযোগ ৷ সোমবার ভোরের দিকে গ্রামবাসীরা স্বামী ও স্ত্রীকে একটা মাঠের ধারে পড়ে থাকতে দেখেছিলেন ৷ এর পর স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷