শব্দবাজি ফেটে আহত কোয়ারান্টাইনে থাকা কিশোর
গলসি-2 ব্লকের আদরাহাটি বনোয়ারীলাল সাধারণ শিক্ষা নিকেতনের কোয়ারান্টাইন সেন্টারে 18 জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে । সোমবার সকালে সেখান থেকে বিকট আওয়াজ পায় গ্রামবাসীরা ।
গলসি, 6 এপ্রিল: কোয়ারান্টাইন সেন্টারে শব্দবাজি ফেটে আহত এক কিশোর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি-2 ব্লকের বনোয়ারীলাল শিক্ষা নিকেতনের কোয়ারান্টাইন সেন্টারে । পুলিশ তাকে উদ্ধার করে আদরাহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, গাছ বোমা ফেটেই এই বিপত্তি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলসি-2 ব্লকের আদরাহাটি বনোয়ারীলাল সাধারণ শিক্ষা নিকেতনের কোয়ারান্টাইন সেন্টারে 18 জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে । সোমবার সকালে সেখান থেকে বিকট আওয়াজ পায় গ্রামবাসীরা । গ্রামবাসীরা ঘটনাস্থানে গিয়ে দেখে এক কিশোর আহত হয়ে পড়ে রয়েছে । গ্রাসবাসীরাই পুলিশে খবর দেয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, কোয়ারান্টাইনে থাকা এক কিশোর গাছ বোমা (শব্দবাজি) কিনেছিল ফাটানোর জন্য । সোমবার সকালে হঠাৎ বোমাটি ফেটে যেতেই আহত হয় ওই কিশোর ।