বর্ধমান, 11 মার্চ : পড়ে থাকা কৌটোয় হাত দিতেই বিস্ফোরণ ৷ তার জেরেই গুরুতর আহত এক কলেজ পড়ুয়া ৷ পূর্ব বর্ধমানের আউশগ্রামের (Ausgram News) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
বৃহস্পতিবার বেলার দিকে বাবা ও দাদুকে জলখাবার দিতে আউশগ্রামের কল্যাণপুর এলাকার কলাবাগান মাঠে চাষের জমিতে গিয়েছিল গুসকরা কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র বছর আঠারোর ফাইজুদ্দিন শেখ ৷ সেখানেই একটা কৌটো পড়ে থাকতে দেখে তা হাতে নেয় ফাইজুদ্দিন ৷ বাবা ও দাদু তা ফেলে দিতে বলার পর হাত থেকে কৌটোটা মাটিতে পড়তেই বিস্ফোরণ (Ausgram Bomb Blast) হয় । একটা কৌটো ফেটে যেতেই সেখানে পড়ে থাকা আরও তিন চারটে কৌটোও ফেটে যায় । আর তাতেই ফাইজুদ্দিনের সঙ্গে আহত তার বাবা ও দাদু ৷
Bomb Blast in Bardhaman : বোমা ফেটে বর্ধমানে আহত ছাত্র, গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল কলকাতা
আউশগ্রামে বোমা ফেটে গুরুতর জখম কলেজ পড়ুয়া (Bomb Blast in Bardhaman) ৷ চাষের জমিতে কীভাবে এল কৌটো ভর্তি বোমা ? তদন্তে আউশগ্রাম থানার পুলিশ ৷
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে (Bomb Blast in Purba Bardhaman) । এদের মধ্যে ফাইজুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রিন করিডর করে কলকাতা নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে আউশগ্রাম থানার পুলিশ । কীভাবে সেখানে বোমা এল, কে বা কারা এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।
ফাইজুদ্দিনের দাদু মজিদ শেখ বলেন, "সেচের কাজ করছিলাম । সেই সময় আমার নাতি আমাদের জন্য জলখাবার নিয়ে এসেছিল । ও সেখানে একটা কৌটো কুড়িয়ে পায় । সেটা আমরা ফেলে দিতে বলি । হঠাৎ সেটা প্রচন্ড শব্দে ফেটে যায় । ঘটনায় ফাইজুদ্দিন আহত হয় ।"
আরও পড়ুন :Blast At Rampurhat : আবর্জনায় প্লাস্টিকের বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে আহত এক বালক