পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাইস মিলে ঢুকে মিলের মালিককে মারধর, মিল বন্ধের হুঁশিয়ারি - বর্ধমান

এই ঘটনার প্রতিবাদে গলসি থানায় অভিযোগ জানিয়েছে রাইসমিল সংগঠন । মিল সংগঠনের হুঁশিয়ারি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আগামী সোম ও মঙ্গলবার 1 ও 2 ব্লকের সমস্ত রাইস মিল তারা বন্ধ রাখবে ।

রাইস মিলে ঢুকে মিলের মালিককে মারধর , ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
রাইস মিলে ঢুকে মিলের মালিককে মারধর , ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

By

Published : May 20, 2021, 9:24 PM IST

গলসি, 20 মে : জোর করে ধান বিক্রি করতে এসেছিলেন কিছু ব্যক্তি ৷ সেই ধান কিনতে না চাওয়ায় বর্ধমানের গলসি এলাকায় এক রাইস মিলের মালিককে মারধর করার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে ৷ আর সেই ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ৷

এই ঘটনার প্রতিবাদে গলসি থানায় অভিযোগ জানিয়েছে রাইসমিল সংগঠন । মিল সংগঠনের হুঁশিয়ারি , অবিলম্বে দোষীদের গ্রেফতার না করা হলে আগামী সোম ও মঙ্গলবার 1 ও 2 ব্লকের সমস্ত রাইস মিল তারা বন্ধ রাখবে । এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইটিভির হাতে এসেছে । তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু‘দিন আগে সন্ধা নাগাদ গলসির জয় দুর্গা রাইসমিলে কিছু ব্যক্তি মিলের মধ্যে জোর করে ঢুকে পড়েন ৷ এরপর সরকারি সহায়ক মূল্যে বোরো ধান কিনতে হবে বলে মিল মালিককে হুমকি দিতে থাকেন । কিন্তু মিল মালিক তাঁদের জানান, সরকারি কোনও নির্দেশ না থাকায় তাঁর পক্ষে ধান কেনা সম্ভব নয় । এরপরেই তাঁরা মিল মালিককে মারধর করতে শুরু করেন । ভাঙচুর চলে রাইস মিলে । এর আগে গত 13 মে গলসি 2 ব্লকের খেতুরা গ্রামের বেশ কিছু ব্যক্তি রাইস মিলে ঢুকে পড়ে সরকারি সহায়ক মূল্যে বোরো ধান কিনতে হবে বলে হুমকি দিয়ে চলে যান । এরপরেই ওই রাইস মিল মালিককে মারধর করা হয় ।

ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

আরও পড়ুন :নার্সিংহোম নয়, অসুস্থ হলে সরকারি হাসপাতালে যান; বার্তা তৃণমূল বিধায়কের

রাইস মিল সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক ও পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে । জেলাশাসক ও জেলা পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছেন । পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা বলেন, ‘‘রাইসমিলের এক মালিককে মারধর করার অভিযোগ দায়ের হয়েছে । আমাকেও বিষয়টা জানানো হয়েছে ।’’

ABOUT THE AUTHOR

...view details