কাটোয়া, 29 অক্টোবর : কিছুদিন আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন ৷ দ্বিতীয় ডোজ় নিতে এখনও প্রায় মাসখানেক বাকি । কিন্তু তার আগেই চলে এসেছে দ্বিতীয় ডোজ় সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট ৷ তাহলে কি তিনি আর দ্বিতীয় ডোজ পাবেন না ? এই চিন্তায় গোটা ঘটনা বিষয়টি জানিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা সচ্চিদানন্দ ঘোষ ।
কাটোয়া শহরেরই একটি চটকলে কাজ করেন সচ্চিদানন্দবাবু । কাটোয়ার ভাগীরথী ইউপিএইচসি সেন্টার থেকে গত 11 সেপ্টেম্বর কোভিশিল্ডের প্রথম ডোজ় নেন ৷ নিয়ম অনুযায়ী প্রথম ডোজ়ের 84 দিন পর অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ তাঁর দ্বিতীয় ডোজ় পাওয়ার কথা । কিন্তু মোবাইলে হঠাৎ করে দ্বিতীয় ডোজ় সম্পূর্ণ হওয়ার মেসেজ় আসায় চিন্তায় পড়েছেন সচ্চিদানন্দবাবু ।