পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, মৃত 1 - ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ

burdwan
ঘটনাস্থানের ছবি

By

Published : Jan 4, 2020, 9:06 PM IST

Updated : Jan 5, 2020, 11:43 AM IST

21:00 January 04

ভেঙে পড়ল বর্ধমান রেলওয়ে স্টেশনের একাংশ । প্রাণ হারালেন এক ব্যক্তি । ঘটনার জেরে বন্ধ ১ নম্বর প্ল্যাটফর্ম ।

দেখুন ভিডিয়ো...

বর্ধমান, 4 জানুয়ারি : ঘড়ির কাঁটায় তখন রাত 8টা 19 মিনিট ৷ হাঁড়কাপানো ঠান্ডার মধ্যেই স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলেন লোকজন ৷ একের পর ট্রেন আসায় স্টেশন চত্বরে তিলধারণের জায়াগা নেই ৷ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ কিছু বোঝার আগেই শুরু হয়ে যায় ছোটাছুটি ৷ কিছুটা সম্বিত ফেরার পর বোঝা যায়, সংস্কারের কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের একাংশ ৷ ঘটনার তদন্তে রেলের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । 

একটি ধাক্কা সামলানোর আগেই ফের ধাক্কা ৷ ভেঙে পড়ে আরও একটা অংশ ৷ চাপা পড়েন বেশ কয়েকজন ৷ শীতের কাঁপুনি ছাপিয়ে ভেসে আসতে থাকে আর্তনাদ ৷ বোঝা যায়, ভেঙে পড়া অংশে চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন ৷ মূল ভবনের দিকে চোখ পড়তে নজরে আসে বেশ কিছুটা অংশ হেলে পড়ছে ভবনটির ৷ 

দ্রুত ঘটনাস্থানে আসেন রেলের শীর্ষ আধিকারিকরা ৷ আসে দমকল, পুলিশও ৷  চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷ দ্রুত শুরু হয় উদ্ধার কাজ ৷ ধ্বংসস্তূপের ভিতর বেশ কয়েক জন আটতে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ৷ 

বেশ কিছুদিন সংস্কারের কাজ হওয়ায় মূল ফটকের একটা দিক বন্ধই ছিল ৷ কিন্তু, কেন আজকের এই দুর্ঘটনা? কী ভাবেই বা ঘটল ? কার ব্যর্থতা? 

উঠে আসছে একাধিক মত ৷ নিত্যযাত্রী থেকে শুরু করে হকারদের দাবি, স্টেশনের একাধিক জায়গার অবস্থা খুবই খারাপ ৷ মাঝেমধ্যেই ছোটখাটো ঘটনা ঘটে থাকে  ৷ আগেও এমন ঘটনা ঘটেছে ৷ তবে রেলের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি ৷ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রেল ৷ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ সংস্কারের প্রয়োজনীয়তা বুঝেই কাজ চলছিল ৷ তবে, কেন এমন ঘটনা ঘটল সে বিষয় তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব জানিয়েছেন তিনি ৷ 

পথচলতি মানুষজনের দাবি, বেশ কিছুদিন ধরেই স্টেশনে রং করার কাজ চলছিল ৷ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, মূল ভবনের সংস্কার কাজ ঠিক মতো  না হওয়ার ফলেই আজকের দুর্ঘটনা ৷ 

মূল ফটক ভেঙে পড়ার পরই বন্ধ করে দেওয়া হয় যাতায়াত ৷ 1 নম্বর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তবে, আজ শনিবার হওয়ায় স্টেশনে ভিড় বেশ ভালোই ছিল ৷ সপ্তাহান্তে বাড়ি ফিরছিলেন বহু মানুষজন ৷ স্বাভাবিকভাবে স্টেশনে আর পাঁচদিনের থেকে আজ ভিড় বেশ কিছুটা বেশই ছিল ৷ 

এবিষয়ে হাওড়ার DRM ঈশান খান জানান, এক জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । ভেঙে পড়া অংশে কেউ আটকে নেই । ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক । অন্য রাস্তা দিয়ে প্ল্যাটফর্মে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে । 

পূূূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনমিত শর্মা পুরো বিষয়টি উল্লেখ করে বলেন, ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । 

Last Updated : Jan 5, 2020, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details