পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 লাখের লোভে স্ত্রীকে পুড়িয়ে খুন ? - jeevan bima

জীবন বিমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী । কালনার ঘটনা ।

মৃতা

By

Published : Jun 15, 2019, 11:32 PM IST

কালনা, 15 জুন : জীবন বিমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । মৃতের নাম সৌমালি চন্দ্র (35) । গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রিন্টু চন্দ্রকে । লক্ষ্মণপাড়ার ফটকদ্বার এলাকার ঘটনা ।

ছ'বছর আগে কালনার ফটকদ্বারের বাসিন্দা রিন্টু চন্দ্রের সঙ্গে উত্তরগোয়াড়ার তালবোনা এলাকার বাসিন্দা সৌমালি দেবনাথের বিয়ে হয় । বিয়েতে সৌমালির বাবারবাড়ির তরফে নগদ ও দানসামগ্রী দেওয়া হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই রিন্টু ওষুধের ব্যবসার জন্য সৌমালিকে বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিত । সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে পারেননি তাঁরা । এর মধ্যে কয়েক বছরের ব্যবধানে দুটি কন্যাসন্তানের জন্ম দেন সৌমালি । অভিযোগ, এরপর তাঁর উপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে । পাশাপাশি টাকার দাবিও করতে থাকে সৌমালির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

9 জুন বিকেলে সৌমালির অগ্নিদগ্ধ হওয়ার খবর পায় পরিবারের লোকজন । ভরতি করা হয় কালনা হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন পর চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । 13 জুন মৃত্যু হয় সৌমালির । আজ কালনা থানায় অভিযোগ দায়ের করা হয় ।

সৌমালির দাদা সুমিত দেবনাথ জানান, সৌমালির নামে 30 লাখ টাকার জীবন বিমা করা আছে । সেই টাকা পেতেই খুন করা হয়েছে বোনকে ।

অভিযোগ পেয়েই মৃতের স্বামী রিন্টু চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details