পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Socket Bomb Blast : আউশগ্রামে মাঠে গরু চড়াতে গিয়ে বিস্ফোরণে আহত এক - Socket Bomb Blast

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের গরু চড়াতে গিয়ে সকেট বোমায় উড়ে গেল এক ব্যক্তির হাত । যদিও পুলিশ বোমা বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছে ৷

a-man-injured-due-to-socket-bomb-blast
Socket Bomb Blast : আউশগ্রামে মাঠে গরু চড়াতে গিয়ে বিস্ফোরণে আহত এক

By

Published : Jun 16, 2022, 3:02 PM IST

আউশগ্রাম, ১৫ জুন :গরু চড়াতে গিয়ে সকেট বোমায় উড়ে গেল এক ব্যক্তির হাত (A man Injured due to Socket Bomb Blast) । পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার আউশগ্রামের ঘটনা ৷ আহত ব্যক্তির নাম অঞ্জন মেটে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে গুসকরা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন অঞ্জন মেটে । সেই সঙ্গে তিনি জ্বালানিও সংগ্রহ করতে গিয়েছিলেন । সেই জন্য তাঁর কাছে একটা কাটারিও ছিল । ওই ব্যক্তি মাটিতে পুঁতে রাখা একটা ধাতব কিছু দেখতে পেয়ে সেটায় কাটারি দিয়ে আঘাত করতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ।

সেই বিস্ফোরণে ওই গ্রামবাসীর ডানহাতের কিছুটা অংশ উড়ে যায় । তাঁর শরীরের বেশ কিছু অংশেও আঘাত লাগে । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে পাঠায় । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital) স্থানান্তরিত করা হয় ।

যদিও জেলা পুলিশ জানিয়েছে, মাঠে কাজ করার সময় ঠোকাঠুকি করতে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন । তাঁকে চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

আরও পড়ুন :Murder Case : নৃশংসভাবে মাকে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details