আউশগ্রাম, ১৫ জুন :গরু চড়াতে গিয়ে সকেট বোমায় উড়ে গেল এক ব্যক্তির হাত (A man Injured due to Socket Bomb Blast) । পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার আউশগ্রামের ঘটনা ৷ আহত ব্যক্তির নাম অঞ্জন মেটে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে গুসকরা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন অঞ্জন মেটে । সেই সঙ্গে তিনি জ্বালানিও সংগ্রহ করতে গিয়েছিলেন । সেই জন্য তাঁর কাছে একটা কাটারিও ছিল । ওই ব্যক্তি মাটিতে পুঁতে রাখা একটা ধাতব কিছু দেখতে পেয়ে সেটায় কাটারি দিয়ে আঘাত করতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ।