পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের - Man died

আজ রাস্তায় এক সাঁকোর নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয় যুবকের ৷ টাকা লেনদেনের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷

খুনের অভিযোগ পরিবারের
খুনের অভিযোগ পরিবারের

By

Published : Apr 7, 2020, 9:41 PM IST

পূর্বস্থলী, 7 এপ্রিল : এক যুবককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার বড়ডাঙা এলাকার । মৃতের নাম আবদুল্লাহ শেখ (27) । বাড়ি পূর্বস্থলী 2 ব্লকের হাপানিয়া গ্রামে ।

ছাতনি এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার কাস্টমার সার্ভিস পয়েন্টে কাজ করতেন আবদুল্লাহ । তাঁর সঙ্গে লিয়াকৎ চৌধুরি নামে এক ব্যক্তির আর্থিক লেনদেন ছিল । সেই আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল শুরু হয় । গতকাল আবদুল্লাহ কাটোয়া থানার লোহাপোতা এলাকায় নিজের শ্বশুরবাড়িতে ছিলেন ৷ সেইসময় লিয়াকৎ-সহ আরও কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যায় । এরপর আবদুল্লাহ আর বাড়ি ফেরেননি । আজ বেলার দিকে বড়ডাঙা ও গড়াগাছার মাঝে একটা সাঁকোর নিচে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

মৃতের আত্মীয় জিন্দার আলি শেখ বলেন, "টাকাপয়সা লেনদেনে গন্ডগোলের জেরে আবদুল্লাহকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে ।" বিষয়টি নিয়ে পূর্বস্থলী থানায় আবদুল্লাহর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details