রায়না, 23 অক্টোবর :গ্রামের বাড়িতে বেড়াতে এসে খুন হলেন হাওড়ার এক ব্যবসায়ী ৷ নিহত ব্যক্তির নাম সব্যসাচী মণ্ডল ৷ বয়স 44 বছর ৷ সব্যসাচী হাওড়ার শিবপুরের বাসিন্দা ছিলেন ৷ শুক্রবার রাতে তাঁকে তাঁর গ্রামের বাড়িতে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের রায়নার দেরিয়াপুর গ্রামে ৷ এখানেই সব্যসাচীর পৈতৃক ভিটে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি ৷ নিহত ব্যবসায়ীর বাবা দেবকুমার মণ্ডলের দাবি, তাঁর দুই ভাইপোই এই কাণ্ড ঘটিয়েছে ৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে জানিয়েছন তিনি ৷
আরও পড়ুন :Gariahat Double Murder Case : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে অভিযুক্তদের তোলা হল আদালতে
রায়না থানার পুলিশকে সব্যসাচীর বাবা জানান, 22 অক্টোবর সকাল 10 টা নাগাদ হাওড়ার বাড়ি থেকে পূর্ব বর্ধমানের রায়নার উদ্দেশ্যে রওনা হন সব্যসাচী ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজবীর সিং, পার্থ সাঁতরা ও গাড়ির চালক আনন্দ ৷ রাতে রাজবীর দেবকুমারকে ফোন করেন ৷ তিনি জানান, সব্যসাচীকে গুলি করা হয়েছে ৷ তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সব্যসাচীকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷