রায়না, 30 জুলাই : প্রবল জলের তোড়ে ভেসে গেল কাঠের সেতু । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার ওলিবাজার এলাকায় ৷ সেতু ভেঙে পড়তেই আতঙ্কে গ্রামবাসীরা ৷ খবর পেয়ে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান রায়নার বিডিও অনিশা যশ ও জয়েন্ট বিডিও পার্থসারথি রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা ।
রায়নার একলক্ষ্মীতে দ্বারকেশ্বর নদীর সেতুর পাশে রয়েছে একটা খাল । যার নাম দেবখাল । ওই দেবখালের উপরেই ছিল একটা কাঠের সেতু । বর্ধমান ও হুগলি জেলার অনেক গ্রামের মানুষ এই কাঠের সেতুর উপরে নির্ভরশীল । বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদীর জল বাড়তে শুরু করায় জলস্তর উপরে উঠে আসে । ফলে জলের তোড়ে ভেঙে পড়ে কাঠের সেতু ।
গ্রামবাসীদের আশঙ্কা, যেভাবে নদীতে জলস্তর বাড়ছে তাতে গ্রামে জল ঢুকে যেতে পারে । এমনকি গ্রামের শ্মশানচুল্লিও ভেসে যেতে পারে ।
এদিন বিডিও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন ।