বর্ধমান, 9 অক্টোবর : পূর্ব বর্ধমানে ফের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । জেলা প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে 75 জনের মৃত্যু হয়েছে । নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 87 জন । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5 হাজার 299 জন ।
গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 87 জন । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5 হাজার 299 জন । মোট মৃতের সংখ্যা 75 । তবে এখনও পর্যন্ত 586 জনের চিকিৎসা চলছে । 4638 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, পরীক্ষার জন্য জেলায় 94 হাজার 961 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । নমুনা পরীক্ষা করা হয়েছে 94 হাজার 374টি ।
আক্রান্তদের মধ্যে ফের 46 জন সুস্থ হওয়ার পরেও আক্রান্ত হয়েছিলেন। 90 হাজার 630 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 698 জনের নমুনা বাতিল হয়েছে । নতুন করে 87 জন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকার 20 জন, দাইহাট পৌরসভা এলাকার দু'জন, কালনা পৌরসভা এলাকার ছ'জন, কাটোয়া পৌরসভা এলাকার তিনজন, মেমারি পৌরসভা এলাকার একজন, ভাতার ব্লকের তিনজন, বর্ধমান এক নম্বর ব্লকের একজন, বর্ধমান দু'নম্বর ব্লকের ছ'জন, গলসি এক নম্বর ব্লকের একজন, জামালপুর ব্লকের দু'জন, কালনা এক নম্বর ব্লকের চার জন, কালনা দু'নম্বর ব্লকের ন'জন, কাটোয়া এক নম্বর ব্লকের একজন, কেতুগ্রাম এক নম্বর ব্লকের দু'জন, খণ্ডঘোষ ব্লকে একজন, মেমারি এক ব্লকের দশ জন, মেমারি দু'নম্বর ব্লকের দু'জন, মন্তেশ্বর ব্লকের একজন, মঙ্গলকোট ব্লকে দু'জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকের সাত জন,পূর্বস্থলী দু'নম্বর ব্লকের দু'জন ও রায়না এক নম্বর ব্লকের একজন রয়েছেন ।
আক্রান্তদের মধ্যে 14 জনের শরীরে কোরোনার উপসর্গ রয়েছে । 73 জন উপসর্গহীন ।