পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল, CPI(M) ও কংগ্রেস ছেড়ে প্রায় 800 জনের BJP-তে যোগদান - Trinamool

সদর বর্ধমানের বিভিন্ন মণ্ডল থেকে বিভিন্ন দলের প্রায় 800 জন সমর্থক BJP-তে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলি হোসেন।

বর্ধমান
বর্ধমান

By

Published : Sep 5, 2020, 10:15 PM IST

বর্ধমান, 5 সেপ্টেম্বর : তৃণমূল, CPI(M) ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রায় 800 জন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।

শনিবার বিকালে BJP-র সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে দলের বর্ধমান জেলা কার্যালয়ে একটা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন। সদর বর্ধমানের বিভিন্ন মণ্ডল থেকে বিভিন্ন দলের প্রায় 800 জন সমর্থক BJP-তে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলি হোসেন। যোগদান পর্বে উপস্থিত ছিলেন BJP-র সদর জেলা সভাপতি সন্দীপ নন্দীসহ আরও অনেকে।

আলি হোসেন বলেন, "সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন চাইছেন রাজ্যে BJP সরকারকে। তাই আজ জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল, CPI(M) ও কংগ্রেস ছেড়ে সংখ্যালঘু মানুষেরা BJP-তে যোগ দিয়েছেন। শুধু বর্ধমান নয়, বিভিন্ন জেলা থেকেও অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন BJP-তে যোগ দিচ্ছেন।

সন্দীপ নন্দী বলেন, "প্রায় 800 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ BJP-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ তৃণমূল ছেড়ে এসেছেন।

ABOUT THE AUTHOR

...view details