পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Food Poisoning: পূর্বস্থলীতে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ মহিলা-সহ 8 শিশু - খাবারে বিষক্রিয়া

মেলার দোকান থেকে খাওয়া চাউমিন থেকে বিষক্রিয়া ৷ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে মহিলা-সহ 8 শিশু হাসরপাতালে ভর্তি হয়েছে (8 Childrens Including Woman Sick due to Food Poisoning) ৷

8-childrens-including-woman-sick-due-to-food-poisoning-in-east-bardhaman
8 Childrens Including Woman Sick due to Food Poisoning in East Bardhaman

By

Published : Oct 26, 2022, 6:36 PM IST

পূর্বস্থলী, 26 অক্টোবর: কালীপুজো (Kali Puja) উপলক্ষে মেলা বসছিল ৷ সেই মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো আটজন ৷ তাঁদের মধ্যে 7 জন শিশু ও কিশোর এবং 1 জন মহিলা রয়েছে (8 Childrens Including Woman Sick due to Food Poisoning) ৷ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের দুবরাজপুর এলাকার ঘটনা ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে ৷

কালীপুজো উপলক্ষে দুবরাজপুর এলাকায় একটি মেলা বসেছে ৷ মেলায় একাধিক খাবারের স্টল ছিল ৷ একটা খাবারের স্টলে গতকাল রাতে বেশ কয়েকজন চাউমিন খান ৷ এর পর রাত থেকেই 8 জনের বমি, পেটব্যাথা-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয় (Food Poisoning) ৷ এদের মধ্যে 7 জন শিশু ও কিশোর এবং একজন মহিলা রয়েছেন ৷ এমনকি চাউমিন স্টলের মালিকের ছেলেও অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করানো হয় ৷ আজ বেলার দিকে তাঁদের মধ্যে একজন কিছুটা সুস্থ হওয়ায়, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

পূর্বস্থলীতে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ মহিলা-সহ 8 শিশু

আরও পড়ুন:কালীপুজোর প্রসাদ খেয়ে রায়গঞ্জে অসুস্থ 25

অসুস্থ নীলিমা দাস বলেন, ‘‘দুবরাজপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ৷ সেখানে একটা রেস্টুরেন্টে চাউমিন খেয়েছিলাম ৷ এর পর রাত থেকেই পেটব্যাথা, বমি শুরু হয় ৷ আমরা মোট 8 জন অসুস্থ হয়ে পড়ি ৷ ওই খাবারে মনে হয় বিষাক্ত কিছু পড়েছিল ৷ সেই কারণেই এই ঘটনা ঘটেছে ৷ হাসপাতালের বিএমওএইচ চিকিৎসক শুভ রায় বলেন, ‘‘কোনও একটা স্টলে খাবার খেয়ে আটজন অসুস্থ হয়ে পড়েছেন ৷ এদের মধ্যে একজন কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে ছুটি দেওয়া হয়েছে ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল ৷

ABOUT THE AUTHOR

...view details