পূর্বস্থলী, 26 অক্টোবর: কালীপুজো (Kali Puja) উপলক্ষে মেলা বসছিল ৷ সেই মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো আটজন ৷ তাঁদের মধ্যে 7 জন শিশু ও কিশোর এবং 1 জন মহিলা রয়েছে (8 Childrens Including Woman Sick due to Food Poisoning) ৷ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের দুবরাজপুর এলাকার ঘটনা ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে ৷
কালীপুজো উপলক্ষে দুবরাজপুর এলাকায় একটি মেলা বসেছে ৷ মেলায় একাধিক খাবারের স্টল ছিল ৷ একটা খাবারের স্টলে গতকাল রাতে বেশ কয়েকজন চাউমিন খান ৷ এর পর রাত থেকেই 8 জনের বমি, পেটব্যাথা-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয় (Food Poisoning) ৷ এদের মধ্যে 7 জন শিশু ও কিশোর এবং একজন মহিলা রয়েছেন ৷ এমনকি চাউমিন স্টলের মালিকের ছেলেও অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করানো হয় ৷ আজ বেলার দিকে তাঁদের মধ্যে একজন কিছুটা সুস্থ হওয়ায়, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷