পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনে পাঠানো চিঠির ‘প্রতিলিপি’ দেখিয়ে চাকরির টোপ, মেমারিতে গ্রেফতার আট - Fraud case

রাজভবনে পাঠানো চিঠির ‘প্রতিলিপি’ দেখিয়ে চাকরির টোপ ৷ চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ৷ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানে মেমারি থানার পুলিশ ৷

8 accused arrested in Memari in Fraud case
রাজভবনে পাঠানো চিঠির ‘প্রতিলিপি’ দেখিয়ে চাকরির টোপ, মেমারিতে গ্রেফতার আট

By

Published : Jul 6, 2021, 7:51 PM IST

মেমারি, 6 জুলাই : রাজভবনে পাঠানো একটি চিঠির ‘প্রতিলিপি’ দেখিয়ে এবং সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় আটজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানে মেমারি থানার পুলিশ ৷ জেলার পালসিট এলাকার একটি হোটেল থেকে তাদের পাকড়াও করা হয় ৷ ধৃতদের কাছ থেকে একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন :Fake Vaccination Case : ভুয়ো সার্টিফিকেট দিয়ে নিজের মামার সঙ্গে প্রতারণা দেবাঞ্জনের !

পুলিশ সূত্রে জানা গিয়েছে , 2018 সালে একটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, জাতীয় সড়কে যাঁরা দুর্ঘটনার কবলে পড়বেন, তাঁদের উদ্ধার করার জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ এই আবেদন দেখে প্রায় 3 হাজার যুবক-যুবতী চাকরি পাওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ অভিযোগ, সেই সময় তাঁদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা আদায় করে বিজ্ঞাপনদাতারা ৷

চাকরিপ্রার্থীদের দাবি, সংশ্লিষ্ট সংস্থাটি ভুয়ো ৷ তারা চাকরিপ্রার্থীদের বেশ কিছু নথিপত্র দেখিয়েছিল ৷ তাতে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে রাজভবন ও কেন্দ্রীয় সরকারকে পাঠানো চিঠির প্রতিলিপিও ছিল ৷ তবে সেই চিঠি আসল, না নকল, তা কেউ জানে না ৷ এমনকী, রাজভবন বা কেন্দ্রকে সত্যিই কোনও চিঠি পাঠানো হয়েছিল কিনা, সেটাও নিশ্চিত নয় ৷ কিন্তু চাকরিপ্রার্থীরা ওটুকু দেখেই আশ্বস্ত হয়েছিলেন ৷ চাকরি পাওয়ার আশায় তাঁদের কেউ কেউ 80 হাজার টাকা পর্যন্ত দিয়ে দেন বিজ্ঞাপনদাতাদের ৷ এরপর চাকরিপ্রার্থীদের একটি ‘প্রশিক্ষণ’ও হয় ৷ করা হয় ‘প্য়ানেলভুক্ত’ চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ ৷ কিন্তু শেষমেশ চাকরি আর জোটেনি ৷

আরও পড়ুন :চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে এক

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘‘চাকরি দেওয়ার নাম করে অনেকের সঙ্গেই প্রতারণা করা হয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকা-সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদেরও খুঁজে বের করা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details