পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত 712 জন - 712 people infected with corona in one day

712 জন করোনা আক্রান্তের মধ্যে 13 জনের দেহে উপসর্গ মিলেছে ৷ বাকি 699 জনই ছিলেন উপসর্গহীন ।

corona
corona

By

Published : May 9, 2021, 6:40 AM IST

পূর্ব বর্ধমান , 9 মে : ফের রেকর্ড সংক্রমণ পূর্ব বর্ধমানে ৷ একদিনে করোনায় আক্রান্ত হলেন 712 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ এখন সেখানে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 23 হাজার 220 জন ।

আক্রান্তদের মধ্যে 13 জনের দেহে উপসর্গ মিলেছে ৷ বাকি 699 জনই ছিলেন উপসর্গহীন । 712 জনের মধ্যে একজনেরও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে , জেলায় সুস্থতার হার 71.40 শতাংশ ও মৃত্যু হার 0.91 শতাংশ ।

আক্রান্ত রোগীর মধ্যে বেশিরভাগই বর্ধমান 1 ব্লকের , ভাতার ব্লকের ও কাটোয়া পৌরসভার ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 হাজার 580 জন ৷ করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 211 জন ।

করোনার গ্রাফ উর্দ্ধমুখী ৷ প্রতিদিনই আরও বেশি শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস ৷ ফলে সঙ্কট দেখা দিচ্ছে অক্সিজেন ও বেডের ৷ যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তা থেকে পুলিশ প্রশাসনের ৷

ABOUT THE AUTHOR

...view details