পূর্ব বর্ধমান , 9 মে : ফের রেকর্ড সংক্রমণ পূর্ব বর্ধমানে ৷ একদিনে করোনায় আক্রান্ত হলেন 712 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ এখন সেখানে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 23 হাজার 220 জন ।
আক্রান্তদের মধ্যে 13 জনের দেহে উপসর্গ মিলেছে ৷ বাকি 699 জনই ছিলেন উপসর্গহীন । 712 জনের মধ্যে একজনেরও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে , জেলায় সুস্থতার হার 71.40 শতাংশ ও মৃত্যু হার 0.91 শতাংশ ।