পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ, 24 ঘণ্টায় পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত 652 - 652 NEW CASES REGISTERED IN PURBA BARDHAMAN IN LAST 24 HOURS

করোনার নতুন ঢেউয়ের দাপটে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গবাসী ৷ তার মধ্যে পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 হাজার 118 জন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 71.88 শতাংশ ও মৃত্যুর হার 0.90 শতাংশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : May 12, 2021, 9:20 AM IST

পূর্ব বর্ধমান, 12 মে : গত 24 ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হলেন 652 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 25 হাজার 118 জন। এদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 18 হাজার 055 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে ফের 5 জনের । পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 226 জন।


আক্রান্ত 652 জনের মধ্যে আউশগ্রাম এক ব্লকে সাত জন, আউশগ্রাম দুই ব্লকে 17 জন, ভাতার ব্লকে 48 জন, বর্ধমান পুরসভা এলাকায় 161 জন, বর্ধমান এক ব্লকে 24 জন, বর্ধমান দুই ব্লকে 17 জন, দাইহাট পৌরসভা এলাকায় চার জন, গলসি এক ব্লকে 49 জন, গলসি দুই ব্লকে 13 জন, গুসকরা পুরসভা এলাকায় ছয় জন, জামালপুর ব্লকে 12 জন, কালনা পুরসভা এলাকায় 20 জন, কালনা এক ব্লকে 21 জন, কালনা দুই ব্লকে 17 জন, কাটোয়া পুরসভা এলাকায় 30 জন, কাটোয়া এক ব্লকে 14 জন, কাটোয়া দুই ব্লকে 12 জন, কেতুগ্রাম এক ব্লকে ছয় জন, কেতুগ্রাম দুই ব্লকে পাঁচ জন, খন্ডঘোষ ব্লকে 10 জন, মন্তেশ্বর ব্লকে দুই জন , মেমারি পুরসভা এলাকায় দুই জন, মেমারি এক ব্লকে 14 জন, মেমারি দুই ব্লকে 16 জন, মঙ্গলকোট ব্লকে 13 জন, পূর্বস্থলী এক ব্লকে 18 জন, পূর্বস্থলী দুই ব্লকে 20 জন , রায়না এক ব্লকে 12 জন , রায়না দুই ব্লকে 13 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে আক্রান্ত হয়েছেন 49 জন।


আরও পড়ুন:দেশে প্রথম 2-18 বছরের মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক


আক্রান্তদের মধ্যে 17 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 635 জনের দেহে কোনও উপসর্গ মেলেনি। 652 জনেরই ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় সুস্থতার হার 71.88 শতাংশ, মৃত্যুর হার 0.90 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details