পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিকিমের ধসে আটকে বর্ধমানের 62 পর্যটক

গতকাল বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টিপাত । এরজেরে আটকে পড়ল 12টি পর্যটক বোঝাই গাড়ি ।

সিকিমের ধস

By

Published : May 28, 2019, 11:41 AM IST

Updated : May 28, 2019, 11:47 AM IST

সিকিম, 28 মে : সিকিমে ভয়াবহ ধসে আটকে পড়লেন বর্ধমানের 62 জন পর্যটক । আটকে পড়েছে 12টি পর্যটক বোঝাই গাড়ি । এরমধ্যে বর্ধমানের দুটি বাস ও একটি চারচাকা গাড়িও রয়েছে ।

গতকাল বিকেল থেকে সিকিমের নামচি এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয় । এরপর ধস নেমে আসলে বন্ধ হয়ে যায় নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা । ফলে আটকে পড়েছেন অনেক পর্যটক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পর্যটক সুকান্ত দাস বলেন, "বর্ধমান থেকে 62 জনের একটি দল সিকিম বেড়াতে এসেছিলাম । হঠাৎ করেই সোমবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় । এরপরই ধস নামলে যান চলাচল বন্ধ হয়ে যায় । নামচি থেকে পোলিং যাওয়ার রাস্তা বন্ধ । এখন কী ভাবে বাড়ি পৌঁছাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি ।"

Last Updated : May 28, 2019, 11:47 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details