পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁচ দিনে পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত 531 জন - Purba Bardhaman

পূর্ব বর্ধমানে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6891 । ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে 6137 জন ৷ 654 জন চিকিৎসাধীন ৷ মৃত্যু হয়েছে 99 জনের ৷

burdwan
পূর্ব বর্ধমান

By

Published : Oct 26, 2020, 1:35 PM IST

বর্ধমান, 26 অক্টোবর : গত পাঁচদিনে পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত 500 জনের বেশি ৷ পঞ্চমীতে 106 , ষষ্ঠীতে 108, সপ্তমীতে 93, অষ্টমীতে 115 ও নবমীতে 109 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ অপরদিকে, গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 3 জনের ৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় জেলায় 109 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । পূর্ব বর্ধমানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 6891 । ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে 6137 জন ৷ 654 জন চিকিৎসাধীন ৷ মৃত্যু হয়েছে 99 জনের ৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, জেলায় সুস্থতার হার 89.06 শতাংশ ৷ মৃত্যুর হার 1.43 শতাংশ ।

গতকাল যে 109 জন কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 30 জন রয়েছে ৷ দাইহাঁট পৌরসভার 2 জন, গুসকরা পৌরসভা এলাকায় 2 জন, কাটোয়া পৌরসভা 3 জন, মেমারি পৌরসভা এলাকায় 1 জন, আউশগ্রাম 1 ব্লকে 1 জন, আউশগ্রাম 2 ব্লকে 1 জন, ভাতার ব্লকে 9 জন, বর্ধমান 1 ব্লকে 6 জন, বর্ধমান 2 ব্লকে 3 জন, গলসি 2 ব্লকে 1 জন, জামালপুরে 2 জন, কালনা 2 ব্লকে 3 জন, কাটোয়া 1 ব্লকে 3 জন, কাটোয়া 2 ব্লকে 1 জন, কেতুগ্রাম 2 ব্লকে 1জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মঙ্গলকোটে 2 জন, মেমারি 1 ব্লকে 16 জন, মেমারি 2 ব্লকে 1 জন, পূর্বস্থলী 1 ব্লকে 6 জন, পূর্বস্থলী 2 ব্লকে 12 জন কোরোনা আক্রান্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে 14 জনের দেহে উপসর্গ মিলেছে। বাকি 95 জন উপসর্গহীন । এছাড়া আক্রান্তদের মধ্যে 9 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। 1 জন ভিনরাজ্য থেকে এসে আক্রান্ত হয়েছে । বাকি 99 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details