বর্ধমান, 14 অগাস্ট : পূর্ব বর্ধমান জেলায় কোরোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ বৃহস্পতিবার নতুন করে আরও 52 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 1600 ছাড়িয়েছে ৷ মোট আক্রান্তের সংখ্যা 1627 ৷ এদের মধ্যে চিকিৎসাধীনে রয়েছে 428 জন ৷ এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে 34 জনের ৷
একদিনে পূর্ব বর্ধমানে আক্রান্ত 52 - corona update in east burdwan
গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 52 ৷ মোট আক্রান্ত হয়েছে 1627 জন ৷ জেলায় মোট মৃত্যু হয়েছে 34 জন ৷
জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী জানা গেছে, বর্ধমান পৌরসভার 15 জন, কাটোয়া পৌরসভার 8 জন, বর্ধমান 2 ব্লকের 5 জন আক্রান্ত হয়েছেন ৷ 3 জন করে আক্রান্ত হয়েছেন বর্ধমান 1 ব্লক, কাটোয়া 1 ব্লকে ও খণ্ডঘোষে ৷ ভাতার, গলসি 2 ব্লক, মঙ্গলকোট, মন্তেশ্বর ও কাটোয়া 2 ব্লকে 2 জন করে আক্রান্ত ৷ এবং মেমারি পৌরসভা, মেমারি 1 ব্লক, কালনা 1 ব্লক, পূর্বস্থলী 2 ব্লক ও রায়না 1 ব্লকে 1 জন করে কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ আক্রান্তদের বর্ধমান COVID হাসপাতালে পাঠানো হয়েছে ৷
নতুন আক্রান্তদের মধ্যে 4 জনের কোরোনা উপসর্গ দেখা গেছে ৷ বাকি 48 জনের শরীরে কোনও উপসর্গ মেলেনি ৷ 11 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে ৷ 3 জন ভিন রাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছে ৷ বাকি 37 জন ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ৷ জেলা প্রশাসনের অনুমান গোষ্ঠী সংক্রমণের কারণেই কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷