বর্ধমান, 18 মার্চঃ 1970 সালের 17 মার্চ । বর্ধমান শহরের সাঁই বাড়িতে ঘটেছিল নারকীয় হত্যাকান্ড । সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য একের পর এক কমিশন গঠন করা হলেও এখনও পর্যন্ত বিচার মেলেনি । শুধু তাই নয়, মৃতদের স্মরণসভায় যোগ দিতে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দেখাও করেননি পরিবারের লোকেদের সঙ্গে বলে অভিযোগ । আক্ষেপের সুরে পরিবারের অভিযোগ বিচার কি মিলবে?
50 বছরেও মেলেনি বিচার, আক্ষেপ সাঁই পরিবারের - সাঁইবাড়ি হত্যকাণ্ড
সাঁই বাড়ি হত্যাকাণ্ডের 50 বছর কেটে গেলেও মেলেনি বিচার । শুধুই হয়েছে রাজনীতি । আক্ষেপ পরিবারের ।
বর্ধমান শহরের বীরহাটা সংলগ্ন প্রতাপেশ্বর শিবতলা গেলেই দেখা যাবে একটা ভাঙা বাড়ি । সেটিই হল সাঁই বাড়ি । চারিদিকে ঝুলছে বটের ঝুরি । ওই বাড়িতেই ঘটেছিল সেই হত্যাকান্ড । খুন করা হয়েছিল দুই ভাই প্রণব সাঁই এবং মলয় সাঁইকে । একই সঙ্গে খুন করা হয়েছিল ওই বাড়ির গৃহশিক্ষক জিতেন রায়কে । সেই ঘটনায় নাম জড়িয়ে ছিল সিপিএম নেতাদের ।
প্রণব সাঁই এবং মলয় সাঁই-এর দিদি স্বর্ণলতা যশ বলেন, '50 বছর হয়ে গেলেও কোন বিচার পাইনি । কেউ কিছু করেনি । আর কোনও সরকারের কাছে কিছু আশা করি না । কাউকে কিছু করে দিতে হবে না । যা করার আমরাই করবো ।' এদিন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে কিনা এই প্রশ্নে তিনি বলেন, ' কেউ দেখা করতে আসেননি আর দেখা করতে চাইও না । আমার অনেক শিক্ষা হয়ে গেছে । কেউ কিছুই করবে না, আমরা শুধু বিচার চাই । জানি না পাবো কিনা ?