পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরি দেওয়ার নামে প্রতারণা, রায়নায় গ্রেপ্তার 5

চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া হয় । এরপর থানায় অভিযোগ দায়ের করলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

5 arrested in raina for fraud case
প্রতারণার অভিযোগে রায়নায় গ্রেপ্তার 5

By

Published : Jul 23, 2020, 1:41 PM IST

রায়না, 23 জুলাই : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ ৷ তিনজনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনের নাম জানতে পারে পুলিশ । গতকাল তাদের গ্রেপ্তার করা হয় ।

ধৃতদের গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক । ধৃতরা হল রামপ্রসাদ সরকার, নাজমূল হক মল্লিক, হাসিবুল রহমান, দেবরঞ্জন বোস ও শংকর বন্দ্যোপাধ্যায় ।

জানা গেছে, স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকা নেয় ওই পাঁচজন । অভিযোগ পেয়ে তদন্তে নামে রায়না থানার পুলিশ । এরপর পুলিশ জানতে পারে, এক ব্যক্তির কাছ থেকে দু'দফায় 5 লাখ টাকা নেওয়া হয় । টাকা নেওয়ার পর যাবতীয় নথিপত্র দেয় তারা । এমনকী তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথাও বলিয়ে দেয় । তারা নিজেদের স্বাস্থ্য দপ্তরের কর্মী বলে পরিচয় দেয় । সেখানে তাঁকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় । কিন্তু ওই ব্যক্তি পরে জানতে পারে যে নিয়োগপত্র জাল ৷ এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে পুলিশ জাল নিয়োগপত্রসহ কিছু নথি উদ্ধার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details