পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে কোরোনায় মৃত আরও 1, আক্রান্ত 49 - কোরোনাভাইরাস খবর

যারা নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে তারা বেশিরভাগ কালনা এলাকার বাসিন্দা ৷ এছাড়া বাকিরা কাটোয়া , মেমারি , খণ্ডঘোষ , আউশগ্রামের বাসিন্দা ৷ এই আক্রান্তদের মধ্যে 19 জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে ৷ 30 জন উপসর্গহীন ।

Covid cases in Bardhaman
বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা

By

Published : Sep 29, 2020, 9:11 AM IST

বর্ধমান, 29 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও 49 জন । এদিকে মৃত্যু হয়েছে একজনের ৷ এই নিয়ে জেলায় মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 67 ।



জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে , জেলায় মোট 4 হাজার 551 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাদের মধ্যে 517 জনের চিকিৎসা চলছে । 3 হাজার 967 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী , 538 জন এখন কোয়ারানটিন সেন্টারে আছে ।হোম কোয়ারানটিনে আছে 569 জন । জেলায় 86 হাজার 889 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 450 জন । 43 জন সুস্থ হওয়ার পরও ফের আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।

যারা নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই কালনা এলাকার বাসিন্দা ৷ এছাড়া বাকিরা কাটোয়া, মেমারি, খণ্ডঘোষ, আউশগ্রামের বাসিন্দা ৷ এই আক্রান্তদের মধ্যে 19 জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে ৷ 30 জন উপসর্গহীন । এদিকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গেছে , আক্রান্তদের মধ্যে পাঁচজন কোরোনা রোগীর সংস্পর্শে এসেছিল ৷ একজন ভিন জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছে । বাকি 43 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details