বর্ধমান, 29 অক্টোবর : পূর্ব বর্ধমান জেলায় ফের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 4 জনের । গত 24 ঘণ্টায় 47 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 ।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে যে 47 জন আক্রান্ত হয়েছে এদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 4 জন, গুসকরা পৌরসভা এলাকায় 2 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 2 জন, মেমারি পৌরসভা এলাকায় 4 জন, আউশগ্রাম 2 নম্বর ব্লকে 1 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান এক ব্লকে 4 জন, জামালপুর ব্লকে 1 জন , কাটোয়ার 2 নম্বর ব্লকে 1 জন, খণ্ডঘোষ ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মেমারি 1 নম্বর ব্লকে 8 জন, মেমারি 2 নম্বর ব্লকে 2 জন, মঙ্গলকোট ব্লকে 1 জন, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে 8 জন, পূর্বস্থলী 2 নম্বর ব্লকে 1 জন, ও রায়না 2 নম্বর ব্লকে 3 জন রয়েছে ।