বর্ধমান, 10 অগাস্ট : পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে । গতকাল বিকেল 5টা পর্যন্ত 45 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । তাদের মধ্যে 43 জনের ট্রাভেল হিস্ট্রি খুঁজে পায়নি প্রশাসন । বেশিরভাগ আক্রান্তই উপসর্গহীন । আক্রান্তদের বেশিরভাগই বর্ধমান শহরের বাসিন্দা । এছাড়া কোরোনায় মৃত্যু হয়েছে একজনের ।
বর্ধমানে একদিনে কোরোনায় আক্রান্ত 45
গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 45 জন । একজনের মৃত্যু হয়েছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 405 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের ।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্ধমান পৌরসভা এলাকার 22 জন, বর্ধমান দুই ব্লকে 5 জন, বর্ধমান 1 নম্বর ব্লকে 4 জন, মেমারি পৌরসভা, কালনা 1 ব্লকে এবং পূর্বস্থলী 1 ও 2 ব্লকে 2 জন করে আক্রান্ত হয়েছে । এছাড়া ভাতার ব্লক, খণ্ডঘোষ ব্লক, গলসি 1 ও 2 ব্লক, মেমারি 1 ব্লক এবং কাটোয়া 1 ব্লকে 1 জন করে আক্রান্ত হয়েছে । উপসর্গযুক্ত আক্রান্তদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । উপসর্গহীনদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ।
জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1 হাজার 405 জন । 373 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1 হাজার 2 জন । কোরোনায় মৃত্যু হয়েছে 30 জনের । জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হার 71.31 শতাংশ । জেলায় মৃত্যুর হার 2.13 শতাংশ । গত 24 ঘণ্টায় আক্রান্তদের মধ্যে 17 জনের কোরোনার উপসর্গ রয়েছে । বাকি 28 জনের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি । কোরোনা রোগীর সংস্পর্শে আসায় একজন আক্রান্ত হয়েছে । আরও একজন ভিন রাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছে । বাকিদের ট্রাভেল হিস্ট্রি না মেলায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে জেলা প্রশাসন ।