গলসি, 3 জুলাই : বিয়েবাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 40 জন । পূর্ব বর্ধমানের গলসির উচ্চগ্রামের ঘটনা । অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুও আছে । তাদের স্থানীয় পুরষা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গলসির উচ্চগ্রামে একটি বিয়েবাড়িতে শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল । সেই উপলক্ষে সকালের দিকে জলখাবার খাওয়াদাওয়া চলছিল । টিফিনে ছিল মুড়ি ও বোঁদে । সেই জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হতে শুরু করেন একের পর এক । শিশু, মহিলা মিলে প্রায় 40 জন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে গ্রামে যান স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা । তাঁদের সহযোগিতায় অসুস্থদের গলসির পুরষা হাসপাতালে ভর্তি করা হয় ।
ক্ষেত্রনাথ বাগদি নামে এক ব্যক্তি বলেন, বাড়িতে আত্মীয়ের বিয়ে চলছিল । এদিন ছিল বৌভাতের অনুষ্ঠান । বিয়েবাড়িতে সকালে টিফিন ছিল বোঁদে ও মুড়ি । সেটা খেয়ে পেট খারাপ শুরু হয় । প্রথমে দু-একজনের শুরু হয় । তারপর যারা যারা খেয়েছিল সবাই অসুস্থ হয়ে পড়ে । তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় ।