পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়েবাড়িতে খাবার খেয়ে অসুস্থ 40 - food poison

জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হতে শুরু করেন একের পর এক ৷ অসুস্থদের পুরষা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

40-taken-ill-after-eating-at-marriage-ceremony
বিয়েবাড়িতে খাবার খেয়ে অসুস্থ 40

By

Published : Jul 3, 2021, 10:46 AM IST

গলসি, 3 জুলাই : বিয়েবাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 40 জন । পূর্ব বর্ধমানের গলসির উচ্চগ্রামের ঘটনা । অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুও আছে । তাদের স্থানীয় পুরষা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গলসির উচ্চগ্রামে একটি বিয়েবাড়িতে শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল । সেই উপলক্ষে সকালের দিকে জলখাবার খাওয়াদাওয়া চলছিল । টিফিনে ছিল মুড়ি ও বোঁদে । সেই জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হতে শুরু করেন একের পর এক । শিশু, মহিলা মিলে প্রায় 40 জন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে গ্রামে যান স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা । তাঁদের সহযোগিতায় অসুস্থদের গলসির পুরষা হাসপাতালে ভর্তি করা হয় ।

ক্ষেত্রনাথ বাগদি নামে এক ব্যক্তি বলেন, বাড়িতে আত্মীয়ের বিয়ে চলছিল । এদিন ছিল বৌভাতের অনুষ্ঠান । বিয়েবাড়িতে সকালে টিফিন ছিল বোঁদে ও মুড়ি । সেটা খেয়ে পেট খারাপ শুরু হয় । প্রথমে দু-একজনের শুরু হয় । তারপর যারা যারা খেয়েছিল সবাই অসুস্থ হয়ে পড়ে । তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : কুলপিতে ভাটার টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ 25, মৃত 1

গ্রাম প্রধান মনসা বাউরি বলেন, উচ্চগ্রামে একটা বিয়েবাড়িতে খাবারে বিষক্রিয়া হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে । এদিকে আবহাওয়া খুব খারাপ ছিল । কিন্তু খবর পাওয়ার পরে এই পরিস্থিতিতেও প্রশাসন সহযোগিতা করে । প্রশাসনের তরফে ব্লিচিং পাউডার দেওয়া হয় । পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয় ।

ব্লক স্থাস্থ্য বিভাগ জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার জেরে শিশু থেকে মহিলা সহ বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় সবাই মোটামুটি ভাল আছে। ভয়ের কোনও কারণ নেই ।

ABOUT THE AUTHOR

...view details