বর্ধমান, 23 নভেম্বর : নীল হয়ে গিয়েছিল পা । পরিবারের সন্দেহ, খেলতে গিয়ে তাদের একরত্তি ছেলেকে সাপে কেটেছে । তা জানা সত্ত্বেও শিশুটিকে অর্থোপেডিকে ভরতি করল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল । আর তাতেই মৃত্যু হয়েছে আল আমিন শেখ নামে 4 বছরের শিশুটির । এমনই অভিযোগ ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শিশুটির বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটি গ্রামে ।
বাড়ির লোকের দাবি সাপে কেটেছে, হাসপাতাল ভরতি করল অর্থোপেডিকে; শিশুর মৃত্যু ঘিরে ক্ষোভ - বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল
রবিবার বিকেল নাগাদ খেলার সময় শিশুটির পায়ে ব্যথা শুরু হয় । রাতে শিশুটির পা বাঁধন দিয়ে রাখা হয় । সোমবার তার পা নীল হয়ে যায় ।
রবিবার বিকেল নাগাদ খেলার সময় শিশুটির পায়ে ব্যথা শুরু হয় । রাতে শিশুটির পা বাঁধন দিয়ে রাখা হয় । সোমবার তার পা নীল হয়ে যায় । প্রথমে তাকে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শিশুর পরিবারের দাবি, বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হলে শিশুটিকে অর্থোপেডিক বিভাগে ভরতি করা হয় । সন্ধে নাগাদ সে মারা যায় ।
মৃত শিশুর বাবা শেখ আসাদুল বলেন, "বাচ্চাটিকে সাপে কামড়েছিল বলে আমাদের সন্দেহ ছিল । শরীর নীল হয়ে যাচ্ছিল । কিন্তু চিকিৎসকরা ছেলেকে অর্থোপেডিক বিভাগে ভরতি করেন । ভুল চিকিৎসার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে ।" এই খবর জানাজানি হতেই হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায় । শিশুর পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন । শিশুটির বাবা হাসপাতাল সুপারের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন ।
TAGGED:
snake bite