পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ATM-এ কার্ড হাতিয়ে প্রতারণা, অভিযুক্তদের ধরাল CCTV ফুটেজ - CCTV footage help Manteswar police to arrest 4 ATM frauds

মন্তেশ্বর পুলিশের জালে চার ডেবিট কার্ড প্রতারক ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক হাজার টাকা, একটি চারচাকা গাড়ি ও অনেকগুলি ডেবিট কার্ড ৷

অভিযুক্তদের ধরাল CCTV ফুটেজ

By

Published : Aug 18, 2019, 9:17 PM IST

মন্তেশ্বর, 18 অগাস্ট : পুলিশের জালে ধরা পড়ল চার ডেবিট কার্ড প্রতারক ৷ CCTV ফুটেজ থেকে পাওয়া একটি চারচাকা গাড়ির নম্বর ধরে তাদের গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ৷ উদ্ধার করা হয় কয়েক হাজার টাকা, একটি চারচাকা গাড়ি ও অনেকগুলি ডেবিট কার্ড ৷

চৌধুরি আবদুল বোরহান । পেশায় দরজি ৷ বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে ৷ 7 অগাস্ট এলাকার একটি ATM-এ কার্ডের ব্যালেন্স চেক করতে যান । সেসময় অচেনা এক যুবক তাঁকে জানান, ব্যালেন্স চেক প্রক্রিয়াটি ঠিকমতো বাতিল হয়নি ৷ তিনি তখন ওই যুবককে ডেবিট কার্ডটি দেন । কিন্তু সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়ার নাম করে কৌশলে আবদুলের কার্ডটি হাতিয়ে নেয় সে ৷ অন্য একটি কার্ড দেয় ৷ তখন অবশ্য বিষয়টি টের পাননি তিনি ৷ বাড়ি ফিরে মোবাইলের মেসেজ দেখে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে সেদিন দফায় দফায় মোট এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে ৷ পরের দিন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ডেবিট কার্ড দিয়েই প্রতারকরা বীরভূমের মহম্মদবাজার ও তারাপীঠ থেকে সোনাসহ, পেট্রল ও জামাকাপড় কেনে ৷ CCTV ফুটেজ থেকে প্রতারকদের সঙ্গে থাকা একটি চারচাকা গাড়ির সন্ধান পায় । গাড়ির নম্বর ধরেই পুলিশ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা সোমনাথ পুরকায়েস্থ পর্যন্ত পৌঁছায় ৷ সোমনাথ ওই গাড়িটির মালিক ৷ তাকে জেরা করেই ওই চারজন প্রতারকের নাম জানতে পারে পুলিশ ৷ সুজিত মণ্ডল, রোহিত খান, অমিত পাইক ও সৌরভ মণ্ডল । গ্রেপ্তার করা হয় তাদের ৷

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ বলেন,"ATM প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । একটি চারচাকা গাড়ি, চার হাজার টাকা, 18টি ডেবিট কার্ড উদ্ধার হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details