মন্তেশ্বর, 18 অগাস্ট : পুলিশের জালে ধরা পড়ল চার ডেবিট কার্ড প্রতারক ৷ CCTV ফুটেজ থেকে পাওয়া একটি চারচাকা গাড়ির নম্বর ধরে তাদের গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ৷ উদ্ধার করা হয় কয়েক হাজার টাকা, একটি চারচাকা গাড়ি ও অনেকগুলি ডেবিট কার্ড ৷
চৌধুরি আবদুল বোরহান । পেশায় দরজি ৷ বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে ৷ 7 অগাস্ট এলাকার একটি ATM-এ কার্ডের ব্যালেন্স চেক করতে যান । সেসময় অচেনা এক যুবক তাঁকে জানান, ব্যালেন্স চেক প্রক্রিয়াটি ঠিকমতো বাতিল হয়নি ৷ তিনি তখন ওই যুবককে ডেবিট কার্ডটি দেন । কিন্তু সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়ার নাম করে কৌশলে আবদুলের কার্ডটি হাতিয়ে নেয় সে ৷ অন্য একটি কার্ড দেয় ৷ তখন অবশ্য বিষয়টি টের পাননি তিনি ৷ বাড়ি ফিরে মোবাইলের মেসেজ দেখে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে সেদিন দফায় দফায় মোট এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে ৷ পরের দিন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন ৷