আউশগ্রাম, 23 জুন : জনরোষের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিন তৃণমূল কংগ্রেস নেতা । ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও আউসগ্রামের । তাঁদের নাম উজ্জ্বল মণ্ডল ,অপূর্ব ঘোষ ও কালীময় গঙ্গোপাধ্যায় ।
সম্প্রতি, কাউন্সিলরদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন । এরপরেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে BJP-র চানক অঞ্চল কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফর্ম বিলি করা হয় । ফর্মে শাসক দলের কোন নেতা আবাস যোজনা প্রকল্পের জন্য কত কাটমানি নিয়েছিলেন তা লিখে জানাতে বলা হয় উপভোক্তাদের । তারপর আজ দুপুরে বিষয়টি নিয়ে চানক গ্রামে সালিশি সভা বসে । সেখানে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী অপূর্ব ও কালীময় । এছাড়া উপস্থিত ছিলেন গণপুর, জালপাড়াসহ অন্যান্য গ্রামের উপভোক্তারা । সেখানে ওই দুই তৃণমূলকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । জনরোষের মুখে ওই দুই তৃণমূলকর্মী কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নেন । তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।