বর্ধমান, 3 নভেম্বর : কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিন মহিলা নির্বাচক । পূর্ণিমা চৌধুরি, শ্যামা সাউ এবং চন্দনা মুখার্জি নামে ওই তিন মহিলা নির্বাচন এবং গাড়ির চালক বিশ্বজিৎ তারিদাকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । খবর পেয়ে তাঁদের দেখতে কলকাতা থেকে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া ।
দুর্ঘটনায় আহত রাজ্য মহিলা ক্রিকেট দলের 3 নির্বাচক - রাজ্য মহিলা ক্রিকেট দল
রাজ্য মহিলা ক্রিকেট দলের ওই তিন নির্বাচক বীরভূমের দুবরাজপুরে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাওয়ার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে ।
রাজ্য মহিলা ক্রিকেট দলের ওই তিন নির্বাচক বীরভূমের দুবরাজপুরে সিলেকশন ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কলকাতা থেকে বর্ধমান হয়ে দুবরাজপুর যাওয়ার পথে বর্ধমানের পালসিটের পাশে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে । স্থানীয় বাসিন্দা এবং জাতীয় সড়কের দায়িত্বে থাকা কর্মীরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমানের ওই নার্সিংহোমে ভরতি করেন ।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ঘটনার পরেই DSP ট্র্যাফিক ঘটনাস্থানে যান । গাড়িতে রাজ্য মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক ছিলেন । তাঁদের পাশাপাশি গাড়ির চালক আহত হয়েছেন । দু্র্ঘটনার খবর পেয়ে বর্ধমানের ওই নার্সিংহোমে আসেন CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া । তিনি জানান, 3 নির্বাচকের অবস্থা স্থিতিশীল । একজন জেনেরাল বেডে রয়েছেন ৷ আর 2 নির্বাচক ও গাড়ির চালক ICU-তে ভরতি ৷ চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ আগামীকাল তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷