বর্ধমান, 19 জুন : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন আরও তিনজন। ফলে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 146 । আক্রান্তরা পূর্ব বর্ধমানের ভাতার, মেমারি 2 ব্লক ও জামালপুরের বাসিন্দা। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।
পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 3 - Quarantine center
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট আক্রান্ত 146 জনের মধ্যে বর্তমানে কেবল 18 জন চিকিৎসাধীন রয়েছেন। 128 জন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । বর্তমানে জেলায় মোট 3594 জন কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছেন। আক্রান্ত অপর একজন হাওড়ায় কাজ করতেন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট আক্রান্ত 146 জনের মধ্যে বর্তমানে কেবল 18 জন চিকিৎসাধীন রয়েছেন। 128 জন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । বর্তমানে জেলায় মোট 3594 জন কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন। হোম কোয়ারানটিনে রাখা হয়েছে 12,890 জনকে। আজ 339 জনকে কোয়ারানটিন সেন্টার থেকে ছুটি দেওয়া হয়েছে। নতুন করে তিনজন আক্রান্ত হওয়ায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 -এ ।
বিভিন্ন স্কুলগুলিকে কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে জেলাশাসক বিজয় ভারতী বলেন, "আমাদের লক্ষ্য ছিল, যে সমস্ত স্কুলগুলিকে কোয়ারানটিন সেন্টার হিসেবে নেওয়া হয়েছিল, সেই সমস্ত স্কুলকে স্যানিটাইজ় করে 20 জুনের মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হবে । সেই মতো ইতিমধ্যে 155 টি হাইস্কুলকে স্যানিটাইজ় করা হয়েছে। 552 টি প্রাইমারি স্কুল এবং 252টি স্কুলকে স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করা হয়েছে ।