বর্ধমান, ১৮ মার্চ : দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাটি বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মীরছোবা এলাকার। তিনজন তৃণমূল কর্মী জখম হয়। নাম শেখ ইনসান, মুন্না শর্মা, বাবিন দাস। শেখ ইনসানের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
গতরাতে ১৬ নম্বর ওয়ার্ডের মীরছোবা এলাকায় ছাত্র পরিষদের শহর সভাপতি রাসবিহারী হালদারের অনুগামীরা দেওয়াল লিখনের কাজ করে বাড়ি ফিরছিল। সেই সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন তাদের উপরে লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তৃণমূল নেতা নাড়ু ভকতের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে।
জখম তৃণমূল কর্মী মুন্না শর্মা বলে, "গতকাল সন্ধ্যার পর দেওয়াল লিখন শেষ করে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন কিছু বলার জন্য ডাকে। সেইসময় হঠাৎই প্রায় ৩০-৩৫ জন এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বেধড়ক মারধর করে। ওরা আমাদের পাড়ার ছেলে, এভাবে হামলা চালাবে বুঝতে পারিনি।"