পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় বর্ধমানে গ্রেফতার 3 - ছিনতাইয়ের ঘটনা

ধারালো অস্ত্রে আঘাত করে ওষুধ ব্যবসায়ীর থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । তাদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

3-arrested-in-burdwan-snatching-case
লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় বর্ধমানে গ্রেফতার 3

By

Published : May 24, 2021, 5:28 PM IST

বর্ধমান, 24 মে : বর্ধমানে ওষুধ ব্যবসায়ীকে আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । পুলিশের দাবি, ওই ব্যবসায়ীকে ধারাল কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বর্ধমান শহরের রাজগঞ্জ এলাকায় লিটন মজুমদার নামে এক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন । বর্ধমান শহরের বিডি রোড কল্যাণী মার্কেটে তিনি হোলসেল মেডিসিন ডিস্ট্রিবিউটর । তাঁর বাড়ির কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাই করে । স্থানীয়রা গুলির আওয়াজ পায় । রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান । বর্ধমান থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ।

এই ঘটনায় পুলিশ গতকাল রাতে এক যুবককে গ্রেফতার করে । তাকে গ্রেফতার করার পরে তার কাছ থেকে তথ্য নিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে একজন বর্ধমান শহরের বিসিরোড কাঁটা পুকুর এলাকার বাসিন্দা ৷ বাকি দুজন রায়ানের বাসিন্দা । আজ তাদের জেলা আদালতে তোলা হয় । তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত । এই ঘটনায় আরও কে যুক্ত রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে ।

আরও পড়ুন:4000 ত্রাণশিবির, 51 বিপর্যয় মোকাবিলা দল; যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য

বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ঘটনার দিন গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ জমা পড়ে । পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে । তাদের নাম শেখ আজাদ, শেখ মিরাজ ও শেখ সাবির । পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে যে, এটা ছিনতাইয়ের ঘটনা হতে পারে । ছিনতাই করতে গিয়ে ওই ব্যক্তিকে আঘাত করা হয়েছে বলে পুলিশ মনে করছে । তবে ওই ব্যক্তির গায়ে ক্ষত চিহ্ন থাকলেও তাঁকে গুলি করা হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন । পুলিশ আরও জানিয়েছে যে, ওই ব্যক্তির কাছ থেকে যে ব্যাগ ছিনতাই করা হয়েছিল, সেই ব্যাগে এক লক্ষ টাকা ছিল । এ ছাড়া ব্যাগে তিনটি মোবাইল এবং বেশ কিছু ওষুধের কাগজপত্র ছিল । খুব তাড়াতাড়ি খোয়া যাওয়া জিনিসগুলি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details