মঙ্গলকোট, 16 সেপ্টেম্বর : রেশনের চাল নিয়ে দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার 2 । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক এলাকার ঘটনা । জানা গিয়েছে, গত 6 সেপ্টেম্বর 30 বস্তা রেশনের চাল সহ একটি গাড়িকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ ।
নতুনহাট গুসকরা রাস্তার ওপর মঙ্গলকোট থানার পুলিশ টহলরত অবস্থায় ওই গাড়িটিকে আটক করে । গাড়িটি থেকে 30 বস্তা রেশনের চাল উদ্ধার করে পুলিশ ।