বর্ধমান, 13 মে :ছাদে টাওয়ার বসানোর নাম করে এক চিকিৎসকের কাছ থেকে 20 লক্ষেরও বেশি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছিল একটা সাইবার ক্রাইম চক্র (20 lakhs fraud in the name of installing tower in Bardhaman)। তদন্তে নেমে চক্রের এক পাণ্ডা-সহ পুরো টাকাই উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের এক অর্থপেডিক সার্জেন ও একটা হাসপাতালের মালিক ডাঃ দেবব্রত বন্দ্যোপাধ্যায় । তাঁর হাসপাতালের ছাদে জিও মোবাইল সংস্থার তরফে টাওয়ার বসানোর জন্য বলা হয় । এরপর তাঁকে জিওর সংস্থার প্যাডে কাগজপত্র-সহ বিভিন্ন তথ্য পাঠানোর পাশাপাশি তাঁকে এককালীন ও নিয়মিতভাবে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় । চিকিৎসককে ভুল বুঝিয়ে 20 লক্ষ 28 হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ । এরপর ওই চিকিৎসক লিখিত অভিযোগ করলে তদন্তে নেমে পুলিশ সাইবার ক্রাইম চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করে ও পুরো টাকাটাই উদ্ধার হয় ৷
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "ডাক্তারবাবুর নার্সিংহোমের ছাদে জিও টাওয়ার বসানোর জন্য অফার দেয় । উনি বুঝতে না পেরে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন । পরে বুঝতে পারেন তাঁর সঙ্গে 20 লক্ষ 28 হাজার টাকা প্রতারণা করা হয়েছে । সেই অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি । তদন্তে নেমে আমরা পুরো টাকাটাই উদ্ধার করতে পেরেছি ।"
Bardhaman Fraud Case : টাওয়ার বসানোর নামে 20 লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে টাকা-সহ গ্রেফতার 1 - বর্ধমানে প্রতারণার খবর
প্রতারণা করেও শেষ রক্ষা হল না ৷ 20 লক্ষ টাকা-সহ পুলিশের জালে প্রতারণা চক্রের এই পাণ্ডা ৷ টাওয়ার বসানোর নামে এই প্রতারণায় পুলিশি সহায়তায় পুরো টাকা ফিরে পেলেন বর্ধমানের চিকিৎসক (Bardhaman Fraud Case) ৷
বর্ধমান থানা